reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২২

মো. মেজবাউল হক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র

মো. মেজবাউল হক রবিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। একই সঙ্গে তাকে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে সুদীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মো. মেজবাউল হক ইতিপূর্বে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে এমএসসি এবং পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন এবং কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে অদ্যাবধি সাফল্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছেন।

কেন্দ্রীয় ব্যাংকার হিসেবে কর্মজীবনে তিনি পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে জাতীয় পরিশোধ ব্যবস্থা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, পরিদর্শন এবং ফিনটেক খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তার সুদীর্ঘ কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের অটোমেশন, ইআরপি, কেন্দ্রীয় ব্যাংকের নেটওয়ার্ক ও অন্যান্য সেবার অটোমেশনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। এর পূর্বে তিনি ব্যাংকিং খাতের অন-সাইট ফরেন এক্সচেঞ্জ ও ভিজিল্যান্স পরিদর্শনের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ অবদান রাখেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close