reporterঅনলাইন ডেস্ক
  ০৬ ডিসেম্বর, ২০২২

সোনালী ব্যাংকে ডিএমডি হিসেবে মীর মোফাজ্জল হোসেনের যোগদান

সোনালী ব্যাংক লিমিটেডে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগদান করেছেন মীর মোফাজ্জল হোসেন। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সোনালী ব্যাংক লিমিটেডে ডিএমডি হিসেবে যোগদান করেন। যোগদানের পূর্বে তিনি ২০২১ সালের ১ নভেম্বর থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে জেনারেল ম্যানেজার হিসেবে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ ও লোকাল প্রিন্সিপাল অফিসে এবং পল্লী সঞ্চয় ব্যাংকে জেনারেল ম্যানেজার হিসেবে প্রধান কার্যালয়ের প্রশাসন ও ফিন্যান্স ডিভিশনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

মীর মোফাজ্জল হোসেন ১৯৯৬ সালে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে সিনিয়র অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের প্রধান কার্যালয়ে প্রশাসন, ঋণ, আদায়, নিরীক্ষা বিভাগসহ মাঠপর্যায়ে রিজিওনাল ম্যানেজার ও জোনাল ম্যানেজার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি জেনারেল ম্যানেজার পদে পদোন্নতি লাভ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close