পূবালী ব্যাংক ও সমকালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের (২০২২) ‘পাওয়ার্ড বাই’ স্পন্সর হিসেবে যুক্ত থাকছে পূবালী ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার সমকাল এবং পূবালী ব্যাংক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলীর উপস্থিতিতে ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও সমকাল বিজ্ঞাপন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফরিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব জাহিদ আহসান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন; সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন এবং ব্যাংকের সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ উপস্থিত ছিলেন। সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সহযোগিতায় ৬৪ জেলার ৫২০টি স্কুল অংশ নিচ্ছে এবারের এই আসরে। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমুখী এবং তাদের মধ্যে যুক্তিবাদী মানস গড়তে এই বিতর্ক উৎসবের যাত্রা শুরু ২০১৩ সালে। সংবাদ বিজ্ঞপ্তি।
"