reporterঅনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর, ২০২২

গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের ব্র্যান্ড ও লোগো উন্মোচন

ক্রমবর্ধমান শিক্ষার চাহিদা মেটাতে এবং শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বের জন্য প্রস্তুত করার লক্ষ্যে এসটিএস গ্রুপ বাংলাদেশে ‘গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল’ নামে একটি প্রিমিয়াম স্কুল চালু করেছে। গতকাল রাজধানীর একটি হোটেলে স্কুলটির ব্র্যান্ড ও লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনির উদ্দিন, এসটিএস এডুকেশনের সিইও মানুষ সিং, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল রমেশ মুডগা এবং এসটিএস গ্রুপের বোর্ড মেম্বার ও সিনিয়র লিডারশিপ টিমের সদস্যরা। ‘স্কুল অব লাইফ’ ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি অভূতপূর্ব ও সমন্বিত শিক্ষার অভিজ্ঞতার জন্য স্কুলটি বিশেষ কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার্থীদের জন্য দেশে প্রথমবারের মতো স্কুলটি বিভিন্ন প্রোগ্রাম চালু করেছে। এগুলো হলো স্টেমরোবোর সহযোগিতায় রোবোটিকস অনুমোদিত পাঠ্যক্রম, ম্যাথবাডির সহযোগিতায় ম্যাথ ল্যাব, যুক্তরাজ্যের রয়্যাল স্কুল অব মিউজিকের অ্যাসোসিয়েটেড বোর্ড কর্তৃক স্বীকৃত মিউজিক, বিউমন্ট কর্তৃক স্বীকৃত অত্যাধুনিক সুবিধা এবং আলিয়ঁস ফ্রঁসেজ ডো ঢাকা কর্তৃক ফরাসি ভাষার ওপর সার্টিফিকেশন। এ ছাড়া স্কুলটিতে অন্যান্য সুবিধাও প্রদান করবে। এগুলো হলো সবগুলো শ্রেণিকক্ষে ওয়াইফাই সুবিধা, ভয়েস রেকর্ডিংসহ সিসিটিভি কাভারেজ, বাচ্চাদের বাবা-মায়ের জন্য লাউঞ্জ, খেলার জন্য বিশেষ স্থান, সংযুক্ত কোলাবোরেটিভ রুম, বিনোদনের জন্য বিশেষ এলাকা এবং শিক্ষার্থীদের বয়স অনুযায়ী ডিজাইন করা শ্রেণিকক্ষ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close