reporterঅনলাইন ডেস্ক
  ২৩ নভেম্বর, ২০২২

বিডা এবং ডিবিসিসিআইর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। অনুষ্ঠানটি মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় আগারগাঁও বিডা কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়। এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, সিনিয়র সচিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মো. মতিউর রহমান, নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব), মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন। ডিবিসিসিআইর পক্ষে মো. আনোয়ার শওকাত আফসার, সভাপতি এবং বিডার পক্ষ থেকে মো. মতিউর রহমান, নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব), বিপণন ও যোগাযোগ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। মো. আনোয়ার শওকাত আফসার বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে একটি নতুন যুগের সূচনা হয়েছে। ডিবিসিসিআই এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়, ইওউঅ থেকে অধিভুক্তি পেয়েছে। এখন উইঈঈও-এর সহযোগিতায় ডাচ্ ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আরো আত্মবিশ্বাসী হতে পারেন। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকারের সহযোগিতায় যেকোনো ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে রেহাই পেতে ইউরোপে রপ্তানিকারকদের জন্য ডিবিসিসিআই সার্টিফিকেট অব অরিজিন চালু করবে। পররাষ্ট্র, বাণিজ্য, পানি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণলয়, শিপিং, বিডা, পিপিপিএ, বেজা, বেপজা, হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধিরা, জেডিপিসি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বিএফএলএলএফইএ এবং হাই প্রোফাইল বাংলাদেশি ও ইউরোপীয় ব্যবসায়ীরা এই মেগা ইভেন্টে অংশ নেবেন। সালমান ফজলুর রহমান, এমপি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বেসরকারি শিল্প ও বিনিয়োগ নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং লুক্সেমবার্গ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close