নিজস্ব প্রতিবেদক

  ২২ নভেম্বর, ২০২২

সরকারি চিনি শিল্পে লোকসান ৯ হাজার কোটি টাকা

সরকারি চিনি শিল্পে মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৫৯৬ কোটি টাকা। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ লোকসানের হিসাব দেওয়া হয়।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) অধীনে মোট চিনিকল আছে ১৬টি। এতে বলা হয়, লোকসান কমিয়ে আনার লক্ষ্যে ২০২০-২১ মাড়াই মৌসুমে ছয়টি চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত করা হয়েছিল। বর্তমানে বিএসএফআইসি ও তার অধীন কারখানাগুলোয় মোট পদ আছে ১৭ হাজার ২৮৩টি। এর মধ্যে ৮ হাজার ৫১৩ টি পদ শূন্য। আর্থিক সংকটের কারণে জনবল নিয়োগ বন্ধ আছে। বৈঠকে বিএমআরই অব কেরু অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড প্রথম সংশোধনী প্রকল্পে যন্ত্রাংশ চুরি এবং বিএসইসির গাজী ওয়্যার লিমিটেড শক্তিশালী এবং আধুনিকীকরণ প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির বিষয়ে জানতে চায় সংসদীয় কমিটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close