reporterঅনলাইন ডেস্ক
  ০২ অক্টোবর, ২০২২

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

দেশের সিনেমা শিল্পের উন্নয়নে বিদ্যমান সিনেমা হলগুলোর সংস্কার ও আধুনিকায় এবং নতুন সিনেমা হল নির্মাণের লক্ষ্যে সিনেমা হল মালিকদের ঋণ সুবিধা দিতে গঠিত এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেডের একটি ‘অংশগ্রহণ চুক্তিপত্র’ স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তিপত্রে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পরিচালক মো. আবদুল মান্নান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো. আওলাদ হোসেন চৌধুরী, সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদার, বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের অতিরিক্ত পরিচালক ড. কাজী আরিফ উজ জামান, যুগ্মপরিচালক মো. লুৎফুল হায়দার পাশা ও এস এম খালেদ আবদুল্লাহ। অংশগ্রহণ চুক্তি সম্পাদনকারী ব্যাংকগুলোর চাহিদার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক বরাদ্দ প্রদান করবে এবং তফসিলি ব্যাংকগুলো সিনেমা হল মালিকদের মাঝে ঋণ বিতরণ করবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close