reporterঅনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর, ২০২২

সাউথইস্ট ব্যাংকের ৬ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সবার অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে সাউথইস্ট ব্যাংক নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া এবং কুষ্টিয়ায় ৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই ৬টি নিয়ে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের সংখ্যা দাঁড়াল ৫৩টি। সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন ভার্চুয়ালি সংযুক্ত থেকে একযোগে ৬টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা এবং ৬টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরাও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close