reporterঅনলাইন ডেস্ক
  ২৮ সেপ্টেম্বর, ২০২২

প্লাস্টিকের ব্যবহার কমাতে সভা

পরিবেশ অধিদপ্তরের সম্মেলন কক্ষে সোমবার (২৬ সেপ্টেম্বর) ‘প্লাস্টিকের ব্যবহার হ্রাসে ব্যবসাপ্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে আলোচনা সভা’ হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (পরিবেশ অনুবিভাগ), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ডাইভারসিটি, ইনক্লুশন, এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি কমিটির সভাপতি জাভেদ আকতার। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের। সভায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সংস্থার নির্বাহী ও প্রতিনিধি এবং পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close