reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২২

মার্কেন্টাইল ব্যাংকের ‘আশুলিয়া শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘আশুলিয়া শাখা’ স্থানান্তরিত হয়ে নতুন ঠিকানায় ২৫ সেপ্টেম্বর রবিবার থেকে কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে নতুন ঠিকানায় আশুলিয়া শাখার শুভ উদ্বোধন করেন। প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে আশুলিয়া শাখার কার্যক্রম শুরু করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল। অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মুঃ মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, এসইভিপিবৃন্দ শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনী সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, সকল শাখা প্রধান, উপশাখা ইনচার্জ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close