reporterঅনলাইন ডেস্ক
  ২০ সেপ্টেম্বর, ২০২২

আবু মহসীন এনসিসি ব্যাংকে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত

এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় সম্প্রতি এস এম আবু মহসীন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। এস এম আবু মহসীন চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি মহসীন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়াম্যান এবং সেন্ট্রাল হসপিটাল লিমিটেডের পরিচালক। এছাড়াও, তিনি এনসিসি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এনসিসিবি সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের পরিচালক। তিনি অ্যালায়েন্স ডিপ সি ফিশিং লি., ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন কোং লিমিটেড, রেনবো সিএনজি সার্ভিস স্টেশন লিমিটেডের চেয়ারম্যান এবং ব্রাদার্স অক্সিজেন লি.-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প গ্রুপ মোজাহের ঔষধালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এস এম মোজাহেরুল হকের ছেলে এবং মোজাহের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close