reporterঅনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর, ২০২২

অগ্রণী ব্যাংকে মতবিনিময় ও মিট দ্য বরোয়ার সভা

অগ্রণী ব্যাংক লিমিটেড রাজশাহী সার্কেলের চার অঞ্চল ও দুটি করপোরেট শাখার গ্রাহকদের সঙ্গে মিট দ্য বরোয়ার এবং মতবিনিময় সভা করেন অগ্রণী ব্যাংকের এমডি এবং সিইও মো. মুরশেদুল কবীর। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক শামিম উদ্দিন আহমেদ। মুরশেদুল কবীর দুটি করপোরেট শাখা সাহেব বাজার ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চার অঞ্চল (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এবং পাবনা)-এর বর্তমান গ্রাহক, সম্ভাব্য গ্রাহক ও খেলাপি ঋণগ্রহীতাদের সঙ্গে ব্যবসায়িক মতবিনিময় করেন। এ সময় তাৎক্ষণিক ঋণ আদায় হয়েছে ৭৪ লাখ ১৪ হাজার টাকা। পাশাপাশি প্রণোদনা ঋণ, সিএমএসএমই ঋণ এবং সাধারণ গৃহ নির্মাণ খাতে ঋণ বিতরণ করা হয়। সিএমএসএমই খাতে ৯ কোটি ৩ লাখ টাকা, কোভিড-১৯-এর আওতায় প্রণোদনা ঋণ ১ কোটি ৩৮ লাখ টাকা এবং সাধারণ গৃহ নির্মাণ ঋণ ৩০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। পরে মুরশেদুল কবীর অঞ্চল প্রধান, শাখা প্রধান এবং শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যবসায়িক পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা করেন। তিনি সব ব্যবসায়িক সূচকে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তাছাড়াও সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই ঋণ বিতরণের বিষয়েও নির্দেশনা দেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close