reporterঅনলাইন ডেস্ক
  ১৪ আগস্ট, ২০২২

বিকেবি ও আইসিএবির মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এবং দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের নিকট ঋণ আবেদনকারী প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত হালনাগাদ নিরীক্ষা প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী যাচাইকরণ-বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ১০ আগস্ট সিএ ভবন, কারওয়ান বাজার, ঢাকার কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন এবং দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রেসিডেন্ট মো. শাহাদাৎ হোসেন এফসিএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় আইসিএবির ভাইস প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ, ফৌজিয়া হক এফসিএ এবং বিকেবির ক্রেডিট বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম ও বিকেবির পরিচালনা পর্ষদের সচিব ও প্রধান জনসংযোগ কর্মকর্তা (উপমহাব্যবস্থাপক) কাজী মোহাম্মদ নজরে মঈনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close