নিজস্ব প্রতিবেদক

  ০৪ আগস্ট, ২০২২

সূচক ও লেনদেনে বড় উত্থান

পুঁজিবাজারের ক্রমাগত দরপতনের রাশ টানতে গত রোববার থেকেই শেয়ারদরের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফ্লোর প্রাইস আরোপের পর থেকেই ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হচ্ছে পুঁজিবাজারে। গতকাল ফ্লোর প্রাইসের তৃতীয় দিনে পুঁজিবাজারে সূচক ও লেনদেনে বড় উত্থান ঘটেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার কেনার চাপে ঊর্ধ্বমুখী ছিল সূচক। গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ৮৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। আগের কার্যদিবস শেষে যা ছিল ৬ হাজার ১৬৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৩০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close