reporterঅনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট, ২০২২

ট্রাস্ট ব্যাংকের ২৩তম বার্ষিক সাধারণ সভা

ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার (২ আগস্ট) ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান ওই সভায় সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান, ব্রিগেডিয়ার জেনারেল এস এম জিয়া-উল-আজিম, ব্রিগেডিয়ার জেনারেল মো. কায়সার হাসান মালিক, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. নিশাতুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম, আরশাদ জামাল, আনিসউদ্দিন আহমদ খান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম ও কোম্পানি সচিব মো. মিজানুর রহমান, এফসিএস। সভায় সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর ২০২১ সালের ব্যাংকের সমাপ্ত বছরের পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণীগুলো অনুমোদনের পাশাপাশি ২০২১ সালের জন্য ব্যাংকের শেয়ারহোল্ডারদের অনুকূলে ২২.৫ শতাংশ লভ্যাংশ অর্থাৎ ১২.৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close