নিজস্ব প্রাতবেদক

  ০৩ আগস্ট, ২০২২

ক্ষুদ্র ও মাঝারি খাতে ১৪ হাজার কোটি টাকার ঋণ বিতরণ

দ্বিতীয় পর্যায়ের প্রণোদনা প্যাকেজে ছোট (সিএমএসএমই) ঋণ বিতরণ কমেছে ৪ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রণোদনার দ্বিতীয় ধাপে ১৯ হাজার ৩৪০ কোটি টাকার ক্ষুদ্রঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি (সিএমএসএমই) শিল্পে বিদায়ি অর্থবছরের (২০২১-২২) পুরো সময়ে (জুলাই-জুন) ১৪ হাজার ৭৪৬ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো, যা তাদের মোট লক্ষ্যমাত্রার ৭৩.৭৭ শতাংশ। এর আগের অর্থবছরে (২০২০-২১) পুরো সময়ে প্রণোদনার প্রথম ধাপে বিতরণ হয়েছিল লক্ষ্যমাত্রার ৭৭ শতাংশ ঋণ। সে হিসাবে বিদায়ি অর্থবছরে ঋণ বিতরণ কমেছে ৪.১৫ শতাংশ।

বিদায়ি অর্থবছরে ৮২ হাজার ১৯০ উদ্যোক্তা প্রতিষ্ঠানের মাঝে এসব ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে পুরুষ উদ্যোক্তা ছিলেন ৭৩ হাজার ৬৪২ জন এবং নারী উদ্যোক্তা ১৪ হাজার ৬১৭ জন। অর্থবছরের শেষ মাস জুনে ১৭ হাজার ৯১৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৩ হাজার ৩২৩ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। যাদের মধ্যে নারী উদ্যোক্তা ছিলেন ৩ হাজার ২৯৬ জন এবং পুরুষ উদ্যোক্তা ছিলেন ১৪ হাজার ৬১৭ জন। দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ২ হাজার ২৮০ কোটি টাকা ঋণ বিতরণ করে, যা লক্ষ্যমাত্রার ৮২ শতাংশ। বিশেষায়িত ব্যাংকগুলোর বিতরণ ২৪১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৯৬ শতাংশ। বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে ৭২ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৩৮ শতাংশ এবং ইসলামি ব্যাংকগুলোর বিতরণ ৩ হাজার ৬৩৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৬৪ শতাংশ।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির ৮৯০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ছিল। এর বিপরীতে ১ হাজার ১১৩ কোটি টাকা বিতরণ করেছে ব্যাংকটি, যা মোট লক্ষ্যমাত্রার ১২৫ শতাংশ। এরপরেই রয়েছে সোনালী ব্যাংক। এই ব্যাংকটি ৫০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৩৭ কোটি টাকা বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার ১০৭ শতাংশ। বাংলাদেশ কৃষি ব্যাংক লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ বিতরণ করেছে। ব্যাংকটির ২০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ১৯৮ কোটি টাকা বিতরণ করেছে। বিদেশি সিটি ব্যাংক এন এ লক্ষ্যমাত্রার শতভাগ অর্জন করেছে। ব্যাংকটির ৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৫ কোটি টাকাই বিতরণ করেছে। এছাড়া বেসরকারি এবি ব্যাংক লক্ষ্যমাত্রার ১০৫ শতাংশ বিতরণ করেছে। ব্যাংকটির লক্ষ্যমাত্রা ছিল ২৪০ কোটি টাকা। বিপরীতে বিতরণ করেছে ২৫৩ কোটি টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close