নিজস্ব প্রতিবেদক

  ২৭ জুন, ২০২২

প্রস্তাবিত বাজেট নিয়ে এমসিসিআইয়ের প্রস্তাব

রপ্তানিতে উৎসে কর দশমিক ৫% বহাল রাখার দাবি

আসন্ন বাজেটে রপ্তানিপর্যায়ে উৎসে কর কর্তন দশমিক ৫ শতাংশ থেকে ১ শতাংশ প্রস্তাব করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উৎসে কর আগের মতো দশমিক ৫ শতাংশে বহাল রাখার দাবি জানিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, উৎসে কর বহাল রাখার মাধ্যমে কোম্পানির কর হার ও উৎসে কর কর্তনের ব্যবধান বৃদ্ধি পাবে। এছাড়া প্রকৃতপক্ষে কোম্পানির কর হার হ্রাসের সুবিধা ভোগ করা যাবে এবং বাজেট বৃদ্ধি পাবে। কোম্পানির কর হারের শর্ত শিথিল করার দাবি জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, প্রস্তাবিত বাজেটে পাবলিকলি ট্রেডেট কোম্পানির কর হার ২০ শতাংশ (১০ শতাংশের অধিক শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর), এক ব্যক্তি কোম্পানির কর হার ২২ দশমিক ৫ শতাংশ এবং নন-পাবলিকলি ট্রেডেট কোম্পানির কর হার ২৭ দশমিক ৫ শতাংশ প্রস্তাব করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close