reporterঅনলাইন ডেস্ক
  ২৫ মে, ২০২২

কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশে পাঁচ হাজার কোটি টাকার ‘কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কিম’ বাস্তবায়নে সফল ব্যাংকগুলোকে প্রশংসাপত্র প্রদান উপলক্ষে গত বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এএন হামিদুল্লাহ কনফারেন্স রুমে একটি সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উক্ত স্কিম বাস্তবায়নে সফল ১৭টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের প্রশংসাপত্র দেন। প্রশংসাপত্রপ্রাপ্ত ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এক্সিম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ওয়ান ব্যাংক, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, এবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক এবং মধুমতি ব্যাংক। সভায় জানানো হয় যে, উক্ত পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোর মাধ্যমে ১ লাখ ৮৩ হাজার ৭০ জন গ্রাহকের নিকট মোট ৪ হাজার ২৯৫ দশমিক ১৪ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা স্কিমের মোট তহবিলের ৮৫ দশমিক ৯০ শতাংশ। পুনঃঅর্থায়ন স্কিম সফলভাবে বাস্তবায়ন করায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব ফজলে কবির উক্ত ব্যাংকগুলোকে অভিনন্দন জানান।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close