reporterঅনলাইন ডেস্ক
  ১২ মে, ২০২২

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২১ বছর পূর্তি উদ্‌যাপিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০০১ সালের ১০ মে কার্যক্রম শুরু করে সম্পূর্ণ ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সফলভাবে ২১ বছর সমাপ্ত করেছে। ব্যাংকের ২১ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে গত মঙ্গলবার করপোরেট প্রধান কার্যালয়সহ ব্যাংকের সব শাখা ও উপশাখায় পবিত্র কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ এবং ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবদুল আজিজ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে ওই বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়।

দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ১৩২টি শাখা, ২টি উপশাখা, প্রাইওরিটি ব্যাংকিং ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, উল্লেখযোগ্য-সংখ্যক এটিএম বুথ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত ব্যাংকিংসেবা প্রদান করে আসছে। এ পর্যন্ত এই ব্যাংকের আমানত ও বিনিয়োগের পরিমাণ প্রায় ৪৪ হাজর ৭২৬ কোটি টাকা। ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৪ মাসের আমদানি ও রপ্তানি-বাণিজ্যের পরিমাণ প্রায় ১৯ হাজার ১২৮ কোটি টাকা। বর্তমানে এই ব্যাংকের গ্রাহকসংখ্যা প্রায় ১১.২০ লাখের অধিক। এই স্বল্প সময়ের মধ্যেই ব্যাংকটির আর্থিক ভিত অত্যন্ত সুদৃঢ় অবস্থানে উপনীত হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালকব মো. সানাউল্লাহ সাহিদ, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, খন্দকার শাকিব আহমেদ, স্বতন্ত্র পরিচালক একরামুল হক, কে এ এম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মঈনুদ্দীন চৌধুরী ও মিঞা কামরুল হাসান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালকরা মো. শাহ্জাহান সিরাজ, এম আখতার হোসেন ও মো. নাজিমউদ্দৌলাসহ ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close