reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জানুয়ারি, ২০২২

আইসিএম বিষয়ে প্রশিক্ষণ দেবে বিসিক

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সম্ভাবনাময় ও বিদ্যমান শিল্প মালিকরা, শিল্প-কারখানায় নিয়োজিত কর্মকর্তা, ব্যবস্থাপক, আগ্রহী উদ্যোক্তা, কমপ্লায়েন্স অফিসার, ফ্রেশ গ্র্যাজুয়েট এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য আইসিএম বিষয়ে প্রশিক্ষণ দেবে বিসিক। প্রশিক্ষণার্থীদের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) প্রশিক্ষণ ইনস্টিটিউট এক সপ্তাহব্যাপী আন্তর্জাতিকভাবে স্বীকৃত মডিউল অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট (আইসিএম) প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করে। এটি ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট ১৯৮৫ সাল থেকে এ পর্যন্ত ৫০ হাজারের অধিক সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কোর্সটিতে সশরীরে উপস্থিত থেকে এবং ভার্চুয়ালি অংশ নেওয়া যাবে। সশরীরে উপস্থিত থেকে অংশ নিতে ইচ্ছুক উদ্যোক্তাদের জন্য কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা এবং অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য ১০০০ টাকা। আগ্রহী উদ্যোক্তাদের ৩০ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে আবেদনসহ রেজিস্ট্রেশন করতে হবে। প্রকৌশলী স্বর্ণা আইচ মিমি (সহযোগী অনুষদ সদস্য ০১৮৪৩-৮৬০৭৫০) এবং মো. কামরুল আহসান (সহকারী অনুষদ সদস্য, ০১৮৪৭-৩০৬৫৬০ ), মো. আবু বক্কর সিদ্দিকের (সহকারী অনুষদ সদস্য, ০১৭৭৩-৭৫৯৮২৪) মাধ্যমে কোর্স ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close