নিজস্ব প্রতিবেদক

  ২০ জানুয়ারি, ২০২২

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

দেশের পুঁজিবাজারে দৈনিক লেনদেনের পরিমাণ বাড়লেও সূচকের অবস্থান প্রায় অপরিবর্তিত রয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে মাত্র দশমিক ৪ পয়েন্ট। এক্সচেঞ্জটির দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন বেড়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, গতকাল শুরুতে সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেলেও বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেয়ার প্রবণতার কারণে শেষ পর্যন্ত সূচকে নামমাত্র উত্থান হয়েছে।

দেশে কভিড-১৯-এর ক্রমবর্ধমান সংক্রমণের কারণে অনেকেই শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিতে চাইছেন। ফলে শেয়ারদর কিছুটা বাড়লেই বিনিয়োগকারীদের একটি অংশ সেটি বিক্রি করে দিচ্ছেন। অন্যদিকে একশ্রেণীর বিনিয়োগকারী খাতভিত্তিক বিভিন্ন শেয়ারে বিনিয়োগের মাধ্যমে অবস্থান নিচ্ছেন। তালিকাভুক্ত কোম্পানিগুলোর দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশকে সামনে রেখে কেউ কেউ এসব শেয়ারের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে দেশের পুঁজিবাজারে মিশ্র প্রবণতা পরিলক্ষিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close