reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জানুয়ারি, ২০২২

ইস্টল্যান্ড ইস্যুরেন্স কোম্পানির ৩৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইস্টল্যান্ড ইস্যুরেন্সের ৩৫তম বার্ষিক সম্মেলন-২০২২, সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। সম্মেলনে কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য কামাল উদ্দিন আহমেদ, আলহাজ মোহা. আরশাদ আলী, এ এস এম কাশেম, মাহবুব জামিল, মো. তানভীর খান এবং মো. শামীমুল ইসলাম যোগদান করেন এবং তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। গোলাম রহমান, এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান এবং আবদুল হক, এফসিএ, মুখ্য নির্বাহী কর্মকতাও সম্মেলনে যোগদান করেন এবং তাদের বক্তব্য প্রদান করেন।

চেয়ারম্যান তার বক্তব্যে জানান, ‘কোভড-১৯’ নামক মহামারির প্রভাবে বিশ্বব্যাপী ৫৫ লক্ষাধিক মানুষ নিহত হয়েছে এবং ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতি সাধিত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কোম্পানির প্রিমিয়াম আহরণ বার্ষিক লক্ষ্যমাত্রার প্রায় ৯৪ শতাংশ অর্জিত হওয়ায় চেয়ারম্যান তার উদ্বোধনী ভাষণে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। এ অর্জন কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সার্বিক নির্দেশনা ও মার্কেটিং ও নন-মার্কেটিং কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টা ও একাগ্রতার ফল মর্মে তিনি উল্লেখ করেন। অর্জিত প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত রাখার জন্য চেয়ারম্যান, উপস্থিত ঊর্ধ্বতন নির্বাহী ও আঞ্চলিক শাখা প্রধানদের সচেষ্ট থাকতে আহ্বান জানান এবং ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে নতুন নতুন উদ্ভাবনী পলিসি গ্রহণ ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি কোম্পানির উন্নয়ন ও সুনাম রক্ষার স্বার্থে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিয়মনীতি অনুসরণ করে কার্যক্রম পরিচালনার জন্য সবাইকে পরামর্শ প্রদান করেন। চেয়ারম্যান আরো উল্লেখ করেন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৩৫ বছরের ধারাবাহিক সাফল্যজনক কার্যক্রমের মাধ্যমে দেশের বিমা খাতে সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন। কোম্পানির অতি. ব্যবস্থাপনা পরিচালক এবং খুলনা বিভাগীয় প্রধান শহীদণ্ডই-মঞ্জুর মোর্শেদ, অতি. ব্যবস্থাপনা পরিচালক এবং মতিঝিল শাখা প্রধান মো. শফিউল আলম, অতি. ব্যবস্থাপনা পরিচালক এবং দাবি বিভাগের প্রধান এম গোলাম হাফিজ, উপব্যবস্থাপনা পরিচালক ও বনানী শাখা প্রধান এম এ সাত্তার হাওলাদার, উপব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান মো. শাহরিয়ার সিদ্দিকী এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও এলিফ্যান্ট রোড শাখা প্রধান মো. আবুল কালাম সম্মেলনে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close