নিজস্ব প্রতিবেদক

  ১৬ জানুয়ারি, ২০২২

বাণিজ্য মেলায় কেনা পণ্য ঘরে পৌঁছে দেবে পেপারফ্লাই

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে পেপারফ্লাই। বাণিজ্য মেলা থেকে কেনা পণ্য ক্রেতাদের ঘরে পৌঁছে দেবে পেপারফ্লাই। গতকাল প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মেলায় পেপারফ্লাইয়ের স্টলে যে কেউ তাদের শপিং ব্যাগ জমা দিতে পারবেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের যেকোনো প্রান্তে গ্রাহকের ঘরে তা পৌঁছে দেবে পেপারফ্লাই। বাণিজ্যমেলার হোম ডেলিভারি সার্ভিসে থাকছে ১০ শতাংশ বিশেষ ছাড়। মেলায় অংশগ্রহণকারী স্টল পরিচালকদের জন্যও পেপারফ্লাই ডেলিভারি সার্ভিস চালু থাকবে।

পেপারফ্লাইয়ের কো-ফাউন্ডার এবং চিফ মার্কেটিং অফিসার রাহাত আহমেদ বলেছেন, আমরা দর্শনার্থীদের দ্রুত গতির লজিস্টিক সেবা দিতে চাই। এরকম সেবা বাণিজ্য মেলাতে আগে দেখা যায়নি। যেহেতু, পণ্য পরিবহনের সমস্যার সমাধান হিসেবে পেপারফ্লাই আছে, তাই দর্শনার্থীরা এখন দ্বিধাহীনভাবে কেনাকাটা করতে পারবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close