নিজস্ব প্রতিবেদক

  ১২ জানুয়ারি, ২০২২

কাতার এয়ারওয়েজকে জরিমানা

পছন্দের আসন দেওয়ার কথা বলে কানাডাগামী বয়স্ক দুজন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেয় কাতার এয়ারওয়েজ। তবে পছন্দের সেই আসনে যাত্রীদের বসতে দেননি কাতার এয়ারওয়েজের চেক-ইন কর্মকর্তারা। বাধ্য হয়ে অন্য আসনে বসে কানাডায় যান ওই দুই যাত্রী। পরে বয়স্ক ওই দুই যাত্রীর পক্ষে টিকিট কেনা তার পরিবারের একজন সদস্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এ নিয়ে অভিযোগ করেন। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা দুই পক্ষের দীর্ঘ শুনানি গতকাল রায় দেন। রায়ে কাতার এয়ারওয়েজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে জরিমানার অর্থ ওই দুই যাত্রীকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ জুলাই একজন চিকিৎসক তার পরিবারের দুজন বয়স্ক (বার্ধক্যজনিত কারণে শারীরিকভাবে অক্ষম) ব্যক্তির জন্য কাতার এয়ারওয়াজের কানাডাগামী ফ্লাইটের টিকিট কেনেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close