নিজস্ব প্রতিবেদক

  ২৪ নভেম্বর, ২০২১

এনআরবিসি ব্যাংকের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

বিএসইসির মুখপাত্র জানান, এনআরবিসি ব্যাংকের ৩০০ কোটি টাকার আনসিকিউর্ড, নন-কনভার্টেবল, পূর্ণ অবসায়নযোগ্য, ফ্লোটিং রেট বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চসম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এনআরবিসি ব্যাংক টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close