নিজস্ব প্রতিবেদক

  ২৭ সেপ্টেম্বর, ২০২১

সূচকের পতন বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। তবে, দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার মাধ্যমে। ফলে প্রথম মিনিটেই ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের প্রথম দুই ঘণ্টা সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকে। একপর্যায়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ৩০ পয়েন্ট বেড়ে যায়।

কিন্তু দুপুর ১২টার পর থেকে একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। এতে টানা নিচের দিকে নামতে থাকে সূচক। লেনদেনের শেষ পর্যায়ে পতনের মাত্র আরও বেড়ে যায়। ফলে দিনের লেনদেন শেষে ঋণাত্মক হয়ে পড়ে সবক’টি সূচক। প্রথম ঘণ্টার লেনদেনে যেখানে ডিএসইতে ২০০-এর বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে, সেখানে দিনের লেনদেন শেষে দাম বাড়ার তালিকায় স্থান পেয়েছে ১১৩টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close