নিজস্ব প্রতিবেদক

  ২০ সেপ্টেম্বর, ২০২১

টিসিবির ট্রাকে পেঁয়াজ বিক্রি শুরু

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকে গতকাল থেকে পেঁয়াজও বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ টাকা রাখা হয়েছে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি ট্রাকে ৩০০ থেকে ৬০০ কেজি আমদানি করা ভারতীয় পেঁয়াজ বরাদ্দ করা হবে।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর জানান, দুই বছর ধরে পেঁয়াজের দামের ঊর্ধ্বগতির অভিজ্ঞতার আলোকে স্থানীয় বাজার নিয়ন্ত্রণে টিসিবি প্রতি বছর সেপ্টেম্বর মাস থেকে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রমে পেঁয়াজ যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নেয়। টিসিবির দেওয়া দৈনিক বাজারদর অনুযায়ী, শনিবার ঢাকার বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪২ থেকে ৪৫ টাকা ও ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হয়। রাজধানীর কারওয়ান বাজারে দেশি পেঁয়াজের প্রতি কেজির পাইকারি দর দেখা গেছে ৩৭ থেকে ৪০ টাকা। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ পাইকারিতে ৩৬ টাকা করে বিক্রি হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close