প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ সেপ্টেম্বর, ২০২১

বিক্রির পরিমাণ কমিয়েছে টিসিবি

জনপ্রতি সয়াবিন তেল ও চিনি বিক্রির পরিমাণ অর্ধেক কমিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির ট্রাকগুলো থেকে এখন একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। আগে সর্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল কেনা যেত। একইভাবে চিনি চার কেজির জায়গায় কেনা যাচ্ছে সর্বোচ্চ দুই কেজি।

ক্রেতার সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় সম্প্রতি জনপ্রতি সয়াবিন তেল ও চিনি বিক্রির পরিমাণ কমানো হয়েছে বলে জানান টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির। তিনি বলেন, বেশি মানুষকে টিসিবির পণ্য দেওয়ার চেষ্টা চলছে। তবে ডিলারদের আগের মতোই পণ্য দেওয়া হচ্ছে।

তিনি জানান, ক্রেতারা টিসিবির ট্রাক থেকে চিনি ও ডাল অনেক বেশি কিনছেন। এ কারণে জনপ্রতি চিনি বিক্রির পরিমাণ কমানো হয়েছে। তবে ডালের পরিমাণ কমানো হয়নি। আগের মতোই দুই কেজি পর্যন্ত কিনতে পারছেন একজন ক্রেতা।

এ ছাড়া আগামী রবিবার বা সোমবার থেকে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close