নিজস্ব প্রতিবেদক

  ২৪ জুন, ২০২১

ব্লক মার্কেটে ১১৪ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ব্লক মার্কেটে ৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ৮৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১৪ কোটি ২২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এসিআই লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। মালেক স্পিনিং ১৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিডি ফিন্যান্স ৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে অ্যাডভেন্ট ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন হাউজিং, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ইফাদ অটোস, ইনডেক্স অ্যাগ্রো, কেডিএস এক্সেসরিজ, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লাফার্জহোলসিম, ম্যাকসন্স স্পিনিং, রূপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, এস আলম কোল্ড রোল্ড স্টিল, স্যালভো কেমিক্যাল, এসইএমএল লেকচার ইকুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, শাশা ডেনিমস, স্কয়ার ফার্মা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close