নিজস্ব প্রতিবেদক

  ২৭ সেপ্টেম্বর, ২০২০

ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে বাজার মূলধন ৯ হাজার ১৮ কোটি ৯১ লাখ টাকা বেড়েছে। বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেনদেন শুরুর প্রথম দিন থেকে বাজিমাত করেছে। ফলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে কোম্পানিটি। বিনিয়োগকারীদের আগ্রহের কারণে ওয়ালটনের শেয়ার পর পর দুই দিন সর্বোচ্চ দরে বেচাকেনা হয়েছে। এর প্রভাব পড়েছে বাজার মূলধনে। বাজার মূলধনে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ তালিকায় চতুর্থ স্থান দখল করেছে ওয়ালটন।

জানা গেছে, ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে বাজার মূলধন ছিল ৩ লাখ ৮৫ হাজার ৬৩২ কোটি ৭১ লাখ ৪৮ হাজার টাকা। শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৬৫১ কোটি ৬৩ লাখ ২৩ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়ছে ৯ হাজার ১৮ কোটি ৯১ লাখ ৭৫ হাজার টাকা বা ২.৩৩ শতাংশ। বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৫ কার্যদিবসে মোট ৪ হাজার ৫৭৩ কোটি ৭২ লাখ ৭০ হাজার ৩৯৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৬৩৫ কোটি ৩৩ লাখ ২১ হাজার ৬৩৬ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার ৬১ কোটি ৬০ লাখ ৫১ হাজার ২৪৩ টাকা বা ১৮.৮৩ শতাংশ কমেছে। ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৯১৪ কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৭৮ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ১২৭ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৩২৭ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২১২ কোটি ৩২ লাখ ১০ লাখ ১০ হাজার ২৪৮ টাকা কম হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close