তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৬ জানুয়ারি, ২০২৫

বেশি রেজল্যুশনের ছবি পাঠাতে নতুন অপশন

গুগল মেসেজে শিগগিরই একটি নতুন ফিচার যোগ হতে যাচ্ছে। ফিচারটি ব্যবহারকারীদের আরসিএস মেসেজ অধিক রেজল্যুশনের ছবি পাঠানোর সুবিধা দেবে। বর্তমানে কিছু বেটা ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে ফিচারটি দেয়া হয়েছে। খবর গ্যাজেটস থিসিক্সটি। গুগলের তথ্যানুযায়ী, নতুন ফিচারটি হোয়াটসঅ্যাপের মতো কাজ করবে। ব্যবহারকারীরা ছবি পাঠানোর সময় স্ট্যান্ডার্ড বা হাই রেজল্যুশন নির্বাচন করতে পারবেন। তবে হাই রেজল্যুশনের ছবি পাঠাতে এটি তুলনামূলক বেশি ডাটা ব্যবহার হবে। এছাড়া গুগল মেসেজে মেসেজ এডিট করার ফিচারও পাওয়া যাচ্ছে। মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে এটি এডিট করা যাবে।

এর আগে গুগল মেসেজে হাই রেজল্যুশনের ছবি পাঠানোর অপশন যোগ করা হলেও তাতে ছবির কোয়ালিটি বা মান নিয়ে আপত্তি ছিল। এখন যে ফিচার আসছে, তাতে ছবির গুণগত মান আরো ভালো হবে বলে জানিয়েছে কোম্পানিটি। ফিচারটিতে হাই রেজল্যুশন ছবির জন্য এইচডি ও এইচডি+ অপশন থাকছে, যেখানে এইচডি+ অপশনে ছবির আসল গুণগত মান সংরক্ষিত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close