তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১১ ডিসেম্বর, ২০২৪

কি-বোর্ড জীবাণুমুক্ত রাখতে করণীয়

হলফ করেই বলা যায় কি-বোর্ড বাসায় সবচেয়ে পরিচ্ছন্ন বস্তু নয়। কাজের ফাঁকে বিস্কুট-চিপসের একটু-আধটু প্রায় কি-বোর্ডের ভেতরে চলে যায়। এমনকি বাটনের ফাঁকে সেগুলোর স্তূপও তৈরি হতে পারে। তাই নিয়মিত কি-বোর্ড পরিষ্কারের প্রয়োজন আছে বৈকি! কেননা টাইমসের প্রতিবেদন বলছে, অফিসের কি-বোর্ডের এটিপি কাউন্ট ৩০০ কিংবা তারও বেশি। এর অর্থ কি-বোর্ড থেকে রোগ সংক্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে। অফিস কক্ষ পরিষ্কারের সময় প্রায়ই এ ডিভাইস বাদ পড়ে যায়। জেনে নেয়া যাক কীভাবে কি-বোর্ড পরিষ্কার ও জীবাণুমুক্ত করা যেতে পারে-

শুরুতেই কি-বোর্ডটি কম্পিউটার থেকে আনপ্লাগ করে সুবিধাজনক স্থানে নিতে হবে। এবার সাবধানে বাটনগুলো খুলে ফেলতে হবে। এরপর কিছু সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করে সহজেই কি-বোর্ড পরিষ্কার করা যেতে পারে।

কম্প্রেসড এয়ার ব্লো : উচ্চচাপের বাতাসের মাধ্যমে কি-বোর্ডের মধ্যে থাকা ময়লা পরিষ্কার করা যায়। এজন্য উচ্চ চাপের বাতাসভর্তি কম্প্রেসড এয়ার ক্যান কিনতে পাওয়া যায়। ক্যানের সরু নলের মধ্য দিয়ে প্রবাহিত উচ্চ চাপযুক্ত বাতাস ধুলোবালির মতো সাধারণ ময়লা পরিষ্কার করতে কার্যকর।

ক্লিনিং স্লিম : স্লিম এক ধরনের থকথকে আঁঠালো পদার্থ। এটি এমন আঠালো যে কি-বোর্ডের ছোট-বড় ময়লা আঁকড়ে তুলে আনতে পারে; আবার এত আঁঠালো নয় যে তা ব্যবহারকারীর হাত কিংবা কি-বোর্ডকে আটকে ফেলে। সাধারণত গাড়ির ড্যাশবোর্ড বা এর আশপাশের সংকীর্ণ স্থান পরিষ্কার করতে স্লিম ব্যবহার করা হয়।

জীবাণুমুক্ত করতে রাবিং অ্যালকোহল : কি-বোর্ড জীবাণুমুক্ত করার জন্য ‘আইসোপ্রোপাইল অ্যালকোহল’ ব্যবহার করা যেতে পারে। এজন্য হাত জীবাণুমুক্তকরণে ব্যবহৃত স্যানিটাইজার ব্যবহার করা যায়। এর মধ্যে থাকা অ্যালকোহল যেকোনো জীবাণু মেরে ফেলতে সক্ষম। কি-বোর্ডের সংকীর্ণ জায়গায় অ্যালকোহল পৌঁছতে কটন বাডের মাথায় অ্যালকোহল লাগিয়ে তা ব্যবহার করা যেতে পারে।

ইউভি-সি স্টেরিলাইজিং ওয়ান্ড : বিশেষ ডিভাইসটি আলট্রাভায়োলেট আলো নির্গত করে, ব্যাকটেরিয়া বা ভাইরাস মেরে ফেলতে পারে। কি-বোর্ড জীবাণুমুক্ত করতে এটিও খুব কার্যকর হতে পারে। আমেরিকান জার্নাল অব ইনফেকশন কন্ট্রোল হাসপাতালে ডিভাইসটি ব্যবহার করে সাফল্য পেয়েছে। তাই কি-বোর্ড পরিষ্কার করতে এটি অনায়াসেই ব্যবহার করা যাবে।

এছাড়া ল্যাপটপে জমে থাকা ধুলো পরিষ্কার করতে টুথপিক বা তুলোর বাড ব্যবহার করা যেতে পারে, এতে কি-বোর্ড ক্ষতিগ্রস্ত হবে না। দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। কি-বোর্ড পরিষ্কার করার ক্ষেত্রে সবসময় নরম ব্রাশ ব্যবহার করা জরুরি। হাতের কাছে ব্রাশ না থাকলে নরম সুতি কাপড় দিয়ে পরিষ্কার করা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close