তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৭ নভেম্বর, ২০২৪

ই-সিম ব্যবহার করা যাবে স্মার্টওয়াচে

এখন স্মার্টওয়াচে ই-সিমও ব্যবহার করা যাবে। জনপ্রিয় গ্যাজেট সংস্থা অনর নিয়ে এলো নতুন স্মার্টওয়াচ। সেখানেই এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। অনর ওয়াচ ৫-এর আগে ভিভো এবং অপোর স্মার্টওয়াচে এই সুবিধা এনেছে সংস্থাগুলো। আরো বেশ কিছু সুবিধা যুক্ত হয়েছে এই ওয়াচে।

অনর ওয়াচ ৫ স্মার্টওয়াচে একটি ১.৮৫-ইঞ্চি আয়তক্ষেত্রাকার অ্যামোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। যা ৪৫০ী৩৯০ পিক্সেল রেজোলিউশন, একটি ৬০হার্জ রিফ্রেশ রেট এবং ৩২২পিপিআই পিক্সেল ঘনত্বসহ এসেছে। ঘড়ির ডান প্রান্তে একটি ঘূর্ণায়মান মুকুট রয়েছে।

স্মার্টওয়াচটিতে স্বাস্থ্য পর্যবেক্ষণ ফিচার যেমন হার্ট রেট, ব্লাড অক্সিজেন এবং স্ট্রেস সেন্সর এবং ঘুম এবং মাসিক চক্র ট্র্যাকারের সঙ্গে আসে। এটিতে একটি এক-ক্লিক স্বাস্থ্য স্ক্যান বৈশিষ্ট্যও রয়েছে, যা ব্যবহারকারীদের ষাট সেকেন্ডের মধ্যে তাদের সব গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর একটি বিস্তৃত পাঠ প্রদান করে।

সংস্থার মতে, এর হার্ট হেলথ স্টাডি মনিটর ব্যবহারকারীদের সন্দেহজনক অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন, অকাল স্পন্দন, অনিয়মিত হৃদস্পন্দন, উচ্চ বা নিম্ন হৃদস্পন্দন এবং ঘুমের সমস্যা হলেও সতর্ক করতে পারে। ঘড়িটিতে এআই সাপোর্টও পাবেন ব্যবহারকারীরা।

এমনকি আপনার ওজন অনুযায়ী খাদ্য তালিকাও করে দিতে পারবে স্মার্টওয়াচটি। এমন আরো অনেক ফিচার যুক্ত হয়েছে স্মার্টওয়াচটিতে। এতে একটি ৪৮০এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ব্যাটারি ব্লুটুথ মোডে ১৫ দিন পর্যন্ত এবং ই-সিম মোডে ১০ দিন পর্যন্ত চলে বলে দাবি সংস্থার।

এটি ধুলা এবং পানি প্রতিরোধের জন্য একটি ওচ৬৮ রেটিং এবং সেইসঙ্গে একটি ৫ অঞগ পানি প্রতিরোধের রেটিংসহ আসে। ঘড়িতে ব্লুটুথসহ জিপিএস ব্যবহার করতে পারবেনে। ঘড়ির বডি ৪৫.৬এমএমী৩৯.৪এমএমী১১ এমএম আকারের এবং ওজন ৩৫ গ্রাম। মর্নিং গোল্ড, ওবসিডিয়ান ব্ল্যাক, মুন শ্যাডো গ্রে, পাইন গ্রিন এবং স্নো হোয়াইট ভেরিয়েন্টে এরই মধ্যে চীনের বাজারে ঘড়িটি পাওয়া যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close