তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৭ নভেম্বর, ২০২৪

২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি

যত দিন যাচ্ছে, স্মার্টফোনের ক্যামেরার মান ধীরে ধীরে ডিএসএলআর-এর ন্যায় হয়ে উঠছে। এবারে শাওমির একটি ফোনে এমনই বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে। মডেলটির নাম শাওমি ১৫ প্রো। গত মাসে চীনের বাজারে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। এবারে এই সিরিজের টপ-এন্ড মডেল শাওমি ১৫ আল্ট্রা লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছে। ডিজিটাল চ্যাট স্টেশনে এবারে এই মডেলটির ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছে। চলুন মডেলটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

শাওমি ১৫ আল্ট্রা বাজারে আসার আগেই এর ক্যামেরা এবং অন্যান্য ফিচার নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে, এই ফোনে ৫০ মেগাপিক্সেলের ৭০মিমি ৩এক্স টেলিফটো ক্যামেরা থাকবে। যেখানে সনি আইএমএক্স ৮৫৮ সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা ফটো ক্রপ না করে পুরো ছবি তুলে ধরতে সক্ষম হবে। এছাড়া, ডিভাইসটি ডুয়েল টেলিফটো লেন্সের মাধ্যমে টেলিফটো ম্যাক্রো ফাংশনও সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

এই ফোনে আরো একটি বিশেষ ফিচার থাকছে- একটি ৪.৩এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যা ২০০ মেগাপিক্সেলের সঙ্গে স্যামসাং এইচপি৯ সেন্সর যুক্ত। যা ভিভো এক্স২০০ প্রো মডেলেও ব্যবহৃত হয়েছে। এছাড়া, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং লেইকা লেন্স থাকছে, যা উচ্চমানের ছবি তোলার জন্য পরিচিত।

আপকামিং এই ফোনে পাওয়ারফুল ¯œ্যাপড্রাগন ৮ এলিট চিপসেট থাকবে। এতে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। রিপোর্ট অনুযায়ী, শাওমির আগামী ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

শাওমির এই ফোনে ২কে কোয়াড-কার্ভড স্ক্রিন দেওয়া হবে। অনুমান করা হচ্ছে, শাওমি ১৫ আল্ট্রা ২০২৫ সালের জানুয়ারিতে চীনে প্রথম লঞ্চ হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close