তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৩ নভেম্বর, ২০২৪

আইফোন আসল না নকল বুঝবেন যেভাবে

অ্যাপলের আইফোনের কদর বিশ্বজুড়ে। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে নকল আইফোন ছেড়েছে। তা দেখে বোঝার উপায় নেই। অর্থাৎ নকল আইফোনও দেখতে আসলের মতো। তাহলে কী দেখে বুঝবেন আইফোন আসল না নকল? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

সম্প্রতি বাজারে এসেছে নতুন আইফোন। এই উপলক্ষে বিক্রেতারা নানা ধরণের অফার ঘোষণা করেছে। তবে বিশেষ সেলে ফোন কেনার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা আবশ্যক। কারণ অনেক সময় সেল থেকে স্মার্টফোন কিনে ঠকেছেন গ্রাহকরা।

আইএমইআই নম্বর যাচাই: আসল ফোনে সব সময় আইএমইআই নম্বর থাকে। আর এখান থেকেই আসল আর নকলের তফাতটা বোঝা সম্ভব। আর আইএমইআই নম্বর পাওয়ার জন্য প্রথমে সেটিংসে যেতে হবে। এরপর জেনারেল অপশনে ক্লিক করতে হবে। অ্যাবাউট অপশনে ট্যাপ করে স্ক্রল করে নিচে নামলেই বেরিয়ে আসবে আইএমইআই নম্বর। যদি কোনও আইএমইআই অথবা সিরিয়াল নম্বর না থাকে, তাহলে বুঝতে হবে যে, আইফোন মডেলটা নকল।

অপারেটিং সিস্টেম পরীক্ষা : আইফোন আইওএস অপারেটিং সিস্টেমে চলে। এ কথা সকলেরই জানা! সেই সঙ্গে এটা জানাও জরুরি যে, এর অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের তুলনায় আলাদা। তাই আইফোনের অপারেটিং সিস্টেম পরীক্ষা করতে হবে। এর জন্য ফোনের সেটিংস মেন্যুতে যেতে হবে। তারপর সফটওয়্যার ট্যাবে ক্লিক করতে হবে। এখান থেকেই জানা যাবে, আইওএস ভার্সনের বিষয়ে। বলে রাখা ভালো যে, আইফোনে একাধিক অ্যাপ রয়েছে, যা ইনবিল্ট থাকে। যেমন- সাফারি, হেলথ, আইমুভি ইত্যাদি।

ভয়েস অ্যাসিসট্যান্ট সিরি যাচাই: প্রতিটি আইফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি থাকে। তাই একবার হে সিরি বলে সেটা দেখে নিতে হবে। যদি তা অ্যাক্টিভেটেড না হয়, তাহলে সেটিংসে একবার ‘সিরি’ অপশন যেতে হবে। যদি সেখানেও তা না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে, আইফোন আসল নয়।

বডি পরীক্ষা করুন : বেশির ভাগ ক্ষেত্রে নকল আইফোনের বডি দেখে চেনা সম্ভব। আসলে নকল এবং সস্তার মডেলের দাম কিন্তু আসল মডেলের থেকে অনেকটাই কম। আর এর ডিজাইনের ক্ষেত্রেও হালকা পার্থক্য দেখা যায়। তাই আইফোন হাতে নিয়ে এর ফিজিক্যাল বডি সাবধানে দেখে নিতে হবে। এর পাশাপাশি নচ, ফ্রেম এবং ক্যামেরা মডিউল থেকেও আসল-নকলের ফারাক করা সম্ভব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close