তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৬ নভেম্বর, ২০২৪

স্মার্টফোন ইমেজিং নিয়ে ভিশন

অনুষ্ঠিত হলো ভিভো গ্লোবাল ইমেজিং প্রেস কনফারেন্স ২০২৪। চীনের রাজধানী বেইজিংয়ে ১৫ অক্টোবর প্রেস কনফারেন্সটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভোর ইমেজিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউ মেং, ইমেজিং প্রোডাক্টের সিনিয়র ডিরেক্টর লি ঝুও এবং জাইস ফোটোনিক্স ও অপটিক্সের মোবাইল ইমেজিং প্রধান সেবাস্টিয়ান ডন্টজেন। ভবিষ্যতের স্মার্টফোন ইমেজিং নিয়ে ভিভোর ভিশনের প্রতিনিধি হিসেবে যাত্রা শুরু করে ভিভো এক্স২০০ সিরিজ। ‘ডিজিটাল অভিজ্ঞতায় ক্ষমতায়ন, সবার জন্য মানবিক প্রযুক্তি’ এই মূলমন্ত্র সামনে রেখে একযোগে কাজ করছে ভিভো ও জাইস। বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবহারকারীদের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য নানা কৌশল ব্যবহার করছে ভিভো।

এই বিষয়ে স্বাগত বক্তব্যে ভিভোর ইমেজিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউ মেং বলেন, ‘ইমেজিং প্রযুক্তির শক্তিতে বিশ্বাস করে ভিভো। এই শক্তি সারা বিশ্বের ভৌগোলিক ও সাংস্কৃতিক ব্যবধানকে অতিক্রম করতে সক্ষম।

২০১৪ সালে বিশ্বায়নের পথে যাত্রা শুরুর পর থেকে ভিভো বৈশি^ক সম্প্রসারণে অসাধারণ অগ্রগতি করেছে। ভিন্ন ভিন্ন দেশের ব্যবহারকারীদের চাহিদা বুঝতে বিস্তর গবেষণা করছে ভিভো। আর এই কাজে ভিভোর সঙ্গে রয়েছে সাতশোরও বেশি শীর্ষস্থানীয় আরএন্ডডি টিম ও জাইসের মতো প্রতিষ্ঠান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close