তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৬ নভেম্বর, ২০২৪

স্মার্টলাইফ লেন্স জাইস

লেন্সটা নির্দিষ্ট কোনো পাওয়ারে সীমাবদ্ধ নেই। চশমা বুঝবে আপনার চোখ কী দেখতে চায়। এমনই প্রযুক্তির লেন্স লেগেছে চশমায়। ‘স্মার্টলাইফ লেন্স’ নামে পরিচিত এই লেন্স নিয়ে এসেছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইস। শুধু চশমা নয়, ফটোগ্রাফিক ও সিনেমার ক্যামেরা, মাইক্রোস্কোপ, মেডিকেল প্রযুক্তি, ক্যামেরা, বাইনোকুলার ও টেলিস্কোপে জাইসের লেন্স ব্যবহৃত হয়।

কিংবদন্তি হাবল স্পেস টেলিস্কোপের উত্তরসূরি জেমস ওয়েব টেলিস্কোপেও ব্যবহৃত হয়েছে জাইসের মেকানিক্যাল অপটিক্যাল প্রযুক্তি। চলচ্চিত্র শিল্পেও অগ্রগামী জাইসের সিনেমাটোগ্রাফি লেন্স ও ক্যামেরা। এর ক্যামেরা লেন্সে ধারণ করা হয়েছে ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির মতো অসংখ্য কালজয়ী অস্কার বিজয়ী চলচ্চিত্র।

এছাড়া বিজ্ঞান ও প্রকৌশল পুরস্কার ক্যাটাগরিতে ১৯৮৭, ১৯৯৯ ও ২০১২ সালে বিশ্বের চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ ও আলোচিত অস্কার পুরস্কার জিতে নেয় প্রতিষ্ঠানটি। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক স্মার্টফোন প্রযুক্তিতেও নেতৃত্ব দিয়ে চলেছে জাইস। স্মার্টফোন ফটোগ্রাফিকে অনন্য মাত্রায় উন্নত করার জন্য গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর সঙ্গে সর্বপ্রথম এক্স সিরিজের মাধ্যমে ২০২১ সাল থেকে কো ইঞ্জিনিয়ারড স্মার্টফোন নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

এরইমধ্যে জাইসের ক্যামেরা সমৃদ্ধ ভিভোর এক্স-সিরিজের মডেল ব্যাপক সাড়া ফেলেছে। ভিভো এবং জাইসের যৌথ আরএন্ডডি প্রোগ্রামের সহায়তায় ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফিতে এনেছে নতুনত্ব। এবার জাইসকে আরো হাতের নাগালে পৌঁছে দিতে ভি-সিরিজেও প্রথমবারের মতো এই লেন্সের স্মার্টফোন আসবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close