তথ্যপ্রযুক্তি ডেস্ক
নম্বর সেভ না করেও চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে
ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্ল্যাটফরমটি অসংখ্য ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়ে থাকে। মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ কমবেশি সবাই ব্যবহার করছেন। ব্যক্তিগত চ্যাট তো বটেই অফিশিয়াল কাজেও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ।
সেরা ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফরমগুলোর মধ্যে অন্যতম হলো হোয়াটসঅ্যাপ। এর কারণ হলো- এটি নিত্যনতুন ফিচার চালু করে। এই এক প্ল্যাটরফমের মাধ্যমেই ব্যবহারকারীরা চ্যাট, কল, ভিডিও কল করে অন্যদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে পারেন।
এ ছাড়া নতুন নতুন ফিচার আনার জন্য অবিরাম কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপ। তবে বেশ কিছু ফিচার আনা এখনো বাকি। এর মধ্যে অন্যতম হলো- সেভ না করা কন্ট্যাক্টে মেসেজ পাঠানো। কারণ এই ফিচারটি এখনো নেই।
হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠাতে হলে প্রথমে তাদের নম্বর সেভ করতে হয়। এরপরেই তাদের মেসেজ পাঠানো যাবে। সেভ না করে কাউকে মেসেজ পাঠানো যায় না। এমন ফিচার এখনো আনেনি হোয়াটসঅ্যাপ। তবে কিছু ট্রিক রয়েছে, যার মাধ্যমে আনসেভড নম্বরে মেসেজ করা সম্ভব। কিংবা যে নম্বর সেভ করতে চাইছেন না, তেমন নম্বরেও মেসেজ পাঠানো সম্ভব। দেখে নেওয়া যাক সেই উপায়গুলো।
সেলফ চ্যাট উইন্ডো ব্যবহার করবেন যেভাবে-
হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলতে হবে। ডান দিকের কোণে সার্চ আইকনে ট্যাপ করতে হবে। ম্যাসেজ টু ইওরসেলফ চ্যাট অপশন খুঁজে বার করতে হবে। এবার নিজের সেলফ চ্যাট উইন্ডোয় আনসেভড ফোন নম্বর লিখতে অথবা পেস্ট করতে হবে এবং সেন্ড করে দিতে হবে। এরপর নম্বরটা নীল হয়ে দেখাবে। এবার নম্বরটিকে ট্যাপ করে চ্যাট উইথ বিকল্প বেছে নিতে হবে। এবার নম্বরের সঙ্গে থাকা চ্যাট উইন্ডো খুলবে। এবার ওই ব্যক্তির সঙ্গে কথা বলা যাবে।
"