তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৬ অক্টোবর, ২০২৪

দুটি হোয়াটসঅ্যাপ একসঙ্গে ব্যবহার

তথ্যপ্রযুক্তির এ যুগে হোয়াটসঅ্যাপ বহুল ব্যবহৃত একটি যোগাযোগমাধ্যম। তাৎক্ষণিক বার্তা, ছবি আদান-প্রদানের পাশাপাশি অডিও-ভিডিও কলের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। অনেককেই একটির পরিবর্তে দুটো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে দেখা যায়। সেটি অনেক সময় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কারণে হতে পারে। কারণ যেটাই হোক না কেন কখনো কখনো একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের প্রয়োজন হয়। একাধিক অ্যাকাউন্ট ব্যবহার কষ্টকর, তেমনি ব্যয়বহুল।

তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে একই হোয়াটসঅ্যাপ থেকে একাধিক অ্যাকাউন্ট একসঙ্গে ব্যবহার করা যায়। একই অ্যাপে একসঙ্গে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক। একই অ্যাপে একসঙ্গে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করে ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর পপআপ বক্সে প্রদর্শিত অপশন থেকে ‘সেটিংস’ নির্বাচন করলেই পরের পৃষ্ঠায় প্রোফাইল নামের পাশে কিউআর কোড ও ড্রপডাউন মেনু দেখা যাবে।

এবার ড্রপডাউন মেনুতে ট্যাপ করে ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশন নির্বাচন করে পরের পৃষ্ঠায় থাকা শর্তাবলির নিচে থাকা ‘অ্যাগ্রি অ্যান্ড কনটিনিউ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ফোন নম্বর লিখে নিচে থাকা নেক্সট বাটনে ট্যাপ করলেই একটি ছয় সংখ্যার কোড পাঠাবে হোয়াটসঅ্যাপ। কোডটি লেখার পর সেকেন্ডারি অ্যাকাউন্টের প্রোফাইলের অন্যান্য তথ্য যুক্ত করলেই নতুন অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। পরে যেকোনো সময় ড্রপডাউন মেনু থেকে কাঙ্ক্ষিত অ্যাকাউন্ট নির্বাচন করে সেই অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close