ক্যাম্পাস ডেস্ক
রাজশাহীতে যান নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা
আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় রাজশাহী মহানগরীর কোনো সড়কে ট্রাফিক পুলিশ নেই। সড়কের বিশৃঙ্খলা এড়াতে যান নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে চলে এ কর্মসূচি। এ ছাড়া নগরের বিভিন্ন স্থাপনায় রাজনৈতিক উদ্দেশ্যে লেখা দেয়াল লিখনও মুছে দেন তারা।
আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা দল বেঁধে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি নগরীর বর্ণালী, রেলগেট, জিরো পয়েন্ট, কোর্ট স্টেশন, তালাইমারিসহ গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন তারা। কারো হাতে লাঠি, আবার কারো মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা।
রাজশাহী কলেজের শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, এ দেশ আমাদের। সবসময় চাই একটি সুন্দর বাংলাদেশ। যেখানেই দুর্যোগ, সমস্যা- সেখানে সবার আগে থাকার চেষ্টা করি। বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক না থাকায় আমরা দায়িত্ব পালন করছি। আন্দোলনে ক্ষতিগ্রস্ত স্থান পূনরায় সংস্কার করার চেষ্টা করছি। আশা করছি, খুব শীঘ্রই স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সক্ষম হব।
উপশহর এলাকায় নাজমুল হুদা তুহিন নামের এক পথচারী বলেন, দেখলাম পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক কন্ট্রোল করছে শিক্ষার্থীরা। আসলে তারা দেশ গঠনের কাজ করে চলছে। আমি তাদের এই ভূমিকায় আসার জন্য সাধুবাদ জানাই।
এদিকে, রাজশাহী মহানগরীর কোনো সড়কে পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্কতা অবস্থায় দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের।
"