তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৮ জুলাই, ২০২৪

ইনস্টাগ্রাম লাইভ দেখবে শুধু কাছের বন্ধুরা

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম নতুন ফিচার প্রকাশ করেছে, যা শুধু কাছের বন্ধুদের একটি ছোট অংশের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ দেবে ব্যবহারকারীদের। মেটা মালিকানাধীন অ্যাপটিতে এরই মধ্যে পোস্ট বা স্টোরি শেয়ার করার ক্ষেত্রে ‘ক্লোজ ফ্রেন্ডস’-এর তালিকা তৈরি করার সুবিধা ছিল। এবারে অ্যাপটির ‘লাইভ’ বা সরাসরি ভিডিওতেও যোগ হচ্ছে এ ফিচার। এখন লাইভ ভিডিওগুলো সীমাবদ্ধ করে রাখা যাবে কেবল ‘ক্লোজ ফ্রেন্ডস’ বা কাছের বন্ধুদের মধ্যে। এছাড়া তিনজন পর্যন্ত ব্যক্তি এ ভিডিও সম্প্রচারে সরাসরি যুক্ত হতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

এটি ভ্রমণ পরিকল্পনায়, স্কুল থেকে পাওয়া বাড়ির কাজে বা বন্ধুদের সঙ্গে অনলাইনে দেখা করতে সাহায্য করবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম। এছাড়া নতুন এ আপডেটটির মাধ্যমে অনলাইন ইনফ্লুয়েন্সারদের ব্যক্তিগত ও নির্দিষ্ট দর্শকদের জন্য লাইভ স্ট্রিম সম্প্রচারের সুযোগ তৈরি করবে।

গেল নভেম্বর থেকে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পোস্ট ও রিলের প্রাইভেসি সেটিং ‘ক্লোজ ফ্রেন্ডস’ করতে পেরেছেন। ইনস্টাগ্রাম বলছে, ব্যবহারকারীরা ফলোয়ার ও বন্ধুদের সঙ্গে আরো ব্যক্তিগতভাবে যোগাযোগ করার উপায় খুঁজছেন এবং ডিএম, ক্লোজ ফ্রেন্ডস ও নোট-এর মতো ফিচারের জনপ্রিয়তাই এর প্রমাণ দেয়।

নতুন আপডেটে নোট ফিচারেও কিছু পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম। এখন ভিডিও পোস্ট করা যাবে অ্যাপটির নোট ফিচারে, যা সাময়িকভাবে ব্যবহারকারীর প্রোফাইলের ছবি বা ডিসপ্লে পিককে প্রতিস্থাপন করবে।

নোট অ্যাপের মাধ্যমে কোনো বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গেলে ইস্টার এগ বা কনফেটি অ্যানিমেশন দেখতে পাওয়া যাবে ফিচারে। এটি তখন দেখা যাবে যখন কেউ নোটে ‘হ্যাপি বার্থডে’ লিখবেন অথবা বন্ধুদের মেনশন করে জন্মদিন বিষয়ক কোনো শব্দ লিখবেন।

এ ছাড়া, ইনস্টাগ্রাম একটি ‘ওয়েলকাম ফিড আপডেট’ চালু করেছে। ব্যবহারকারীরা এখন ভিডিও ক্যারোসেল পোস্টগুলোতে গান বা সংগীত যোগ করার সুযোগ পাবেন। আগে কেবল ছবি দিয়ে তৈরি ক্যারোসেলেই গান বা সংগীত যোগ করার অপশন ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close