তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১১ জুন, ২০২৪

টিকটকের বিজ্ঞাপন সুবিধা মিলবে বাংলাদেশেও

বাংলাদেশে সম্প্রতি বিজ্ঞাপন সুবিধা চালু করেছে টিকটক। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে সহজে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ দিতে, টিকটকের সেলস পার্টনার হিসেবে নির্বাচিত করা হয়েছে ডিজিটাল বিজ্ঞাপনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যালেফকে। এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ফলে দেশের ব্র্যান্ড এবং ব্যবসাগুলো তাদের বিজ্ঞাপনের জন্য টিকটক প্ল্যাটফরমের ইউজারদের সঙ্গে যুক্ত হতে পারবে।

এ ছাড়া বিজ্ঞাপন সমাধানগুলো আরো সুনির্দিষ্টভাবে দেওয়ার জন্য অ্যালেফ প্রতিষ্ঠানটি টিকটক প্ল্যাটফরমের বিজ্ঞাপন টুলসগুলোতেও অ্যাক্সেস পাবে। বিশ্ব জুড়ে টিকটকের ব্যবহারকারী ১ বিলিয়নেরও বেশি। বাংলাদেশেও প্ল্যাটফরমটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। টিকটকের ইউজারদের সঙ্গে ব্র্যান্ডগুলোকে কাজ করার সুযোগ করে দিতে এই পার্টনারশিপ। অ্যালেফ প্রতিষ্ঠানটির পার্টনার ও চিফ অপারেটিং অফিসার ইগ্নাশিও ভিদাগিউরেন বলেন, বিজ্ঞাপনদাতা, এজেন্সি এবং ছোট-মাঝারি প্রতিষ্ঠানগুলোকে টিকটক প্ল্যাটফরমের সঙ্গে সংযুক্ত করাই সেলস পার্টনারশিপের উদ্দেশ্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close