তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০১ জুন, ২০২৩

নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

দুই বছর বা তার বেশি সময় ধরে নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলো ডিসেম্বর থেকে মুছে ফেলতে শুরু করবে গুগল। হ্যাকিংসহ অন্যান্য সাইবার বিপর্যয় রোধ করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে অ্যালফাবেট ইনকরপোরেশন মালিকানাধীন এই শীর্ষ কোম্পানিটি।

দুই বছর বা তার বেশি সময় ধরে কোনো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে বা সাইন-ইন করা না হলে অ্যাকাউন্টটি ও তার সমস্ত কনটেন্ট মুছে দেবে বলছে কোম্পানিটি। জিমেইল, ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ইউটিউব এবং গুগল ফটোজসহ গুগলওয়ার্ক স্পেসের সব সেবাও মুছে যাবে একই সঙ্গে।

পরিবর্তিত এই নতুন নিয়মটি শুধু ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে, স্কুল ও ব্যবসার মতো প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের আওতার বাইরে থাকবে। মুছে দেওয়ার আগে অ্যাকাউন্টগুলোর সঙ্গে সঙ্গে রিকোভারি ইমেইল অ্যাড্রেসগুলোতেও একাধিকবার সতর্কবার্তা পাঠাবে গুগল, মঙ্গলবারের ঘোষণায় বলেছে কোম্পানিটি।

গত সপ্তাহে ইলন মাস্ক ঘোষণা দেন টুইটার কয়েক বছর ধরে নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলো সরিয়ে দিয়ে আর্কাইভ করবেন তিনি। মাস্ক বলেন, ‘পরিত্যাক্ত অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close