তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৪ মে, ২০২৩

গুগল মেসেজেসে আরো দ্রুত পাঠানো যাবে ছবি

সম্প্রতি ‘সেন্ড ফটোজ ফাস্টার’ নামে নতুন একটি সুবিধা চালু করে গুগল মেসেজেস। ফলে ছবি আগের চেয়ে আরো দ্রুত পাঠানো যায় এই মাধ্যমে। এবার নতুন এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করেছে গুগল।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকনাওয়ের প্রতিবেদন অনুযায়ী, গুগল মেসেজেস অ্যাপের সেটিংসে ‘সেন্ড ফটোজ ফাস্টার’ সুবিধাটি পাওয়া যাবে। তবে দ্রুত পাঠানোর কারণে ছবির রেজ্যুলেশন কমে যাবে। সেন্ড ফটোজ ফাস্টার সুবিধায় ছবি পাঠালে ফাইলের আকার ৬০ শতাংশ পর্যন্ত কমে যায়। এদিকে, শোনা যাচ্ছে, এবার গুগল মেসেজে যুক্ত হতে পারে এআই।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, নাইন টু ফাইভ গুগলের সম্প্রতি প্রকাশিত এক স্ক্রিনশটে গুগল মেসেজে নতুন এআইয়ের সুবিধাটি দেখতে পাওয়া যায়। এ ছাড়া গোপন কোডের দেখা পাওয়া যায় অ্যাপটিতে। ধারণা করা হচ্ছে, নতুন এআই ফিচারটির নাম ‘ম্যাজিক কম্পোজ’। ফিচারটি মূলত সাজেশনে আসা মেসেজ উন্নত করবে। সাজেশনের মেসেজগুলো গানের লিরিক্সসহ বিভিন্ন রূপে পাওয়া যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close