তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০২৩

নতুন অনলাইন নিরাপত্তা বিলের সমালোচনায় উইকিপিডিয়া

যুক্তরাজ্যে প্রস্তাবিত অনলাইন নিরাপত্তা বিল নিয়ে তীব্র সমালোচনা করেছেন উইকিপিডিয়ার শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। তিনি বলেন, প্রস্তুাবিত বিলটি পাস হলে উইকিপিডিয়া তাদের কার্যক্রম পরিচালনা করতে সমস্যার মুখোমুখি হবে। নিরাপত্তা বিলের মূল উদ্দেশ্য হচ্ছে অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে মানুষকে রক্ষা।

তবে উইকিপিডিয়া ফাউন্ডেশনের রেবেকা ম্যাককিনন বলেন, বিলটিতে প্রস্তাবিত পরিবর্তন মতপ্রকাশের স্বাধীনতাকে সীমিত করবে। তিনি স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত সাইটগুলোতে এই বিলের প্রভাব নিয়েও উদ্বিগ্ন। তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, প্রযুক্তি কর্মকর্তাদের জন্য কঠোর ফৌজদারি শাস্তির হুমকি কেবল বড় করপোরেশনগুলোই নয়, উইকিপিডিয়ার মতো জনস্বার্থের ওয়েবসাইটগুলোকেও প্রভাবিত করবে। উইকিপিডিয়া হলো এনসাইক্লোপিডিয়া দ্বারা পরিচালিত একটি অলাভজনক সংস্থা। উইকিপিডিয়াতে যে কেউই লিখতে এবং লেখা সম্পাদনা করতে পারেন। এদিকে দেশটির সরকারের পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়েছে, স্বল্প ঝুঁকিপূর্ণ টেক কোম্পানিগুলোর ওপর অপ্রয়োজনীয় বোঝা না চাপিয়ে ঝুঁকি মোকাবিলায় ভারসাম্য রক্ষা করতেই বিলটি তৈরি করা হয়েছে।

প্রায় ৫০ জন এমপি অনলাইন নিরাপত্তা বিল সংশোধন করতে চেয়েছেন। যাতে শিশুদের ক্ষতিকারক কনটেন্ট দেখা বন্ধ হয়। বন্ধ করতে ব্যর্থ হলে ম্যানেজারদের দুই বছরের কারাদণ্ড প্রবর্তন করারও প্রস্তাব জানিছেন। সরকারের মতে, উইকিপিডিয়ার মতো একটি সাইট অবৈধ কন্টেন্ট এবং শিশুদের রক্ষা করতে কমিউনিটি মডারেশনের ব্যবস্থা করা প্রয়োজন।

তবে ম্যাককিনন বলেন, যুক্তরাজ্যের যেকোনো পরিবর্তন ইংরেজি উইকিপিডিয়ার সব পাঠককে প্রভাবিত করবে। অনলাইনে শিশুদের সুরক্ষা দিতে ব্যর্থ হলে এবং নিয়ম ভঙ্গ করলে জেল হতে পারে। বিলটিতে এমন সংশোধনই এসেছে যা লেবার পার্টির সমর্থনের সঙ্গে ক্রস পার্টির সমর্থন পেয়েছে।

বিশিষ্ট কয়েকটি শিশু দাতব্য সংস্থা এবং প্রচারকারীরাও তাদের সমর্থন দিয়েছে। তবে শিল্প সংস্থা টেকইউকে বলছে, এই সংশোধনীটি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত ঝুঁকি এবং এর ফলে সংস্থাগুলো বিনিয়োগে আগ্রহ দেখাবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close