তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৮ নভেম্বর, ২০২২

প্রতি সেকেন্ডে হামলার শিকার ৯২১ পাসওয়ার্ড

প্রতি সেকেন্ডে হামলার শিকার হচ্ছে ৯২১টি পাসওয়ার্ড। বিশ্বে প্রতি মুহূর্তে বাড়ছে এই পাসওয়ার্ড আক্রমণের ঘটনা। গত এক বছরে হুহু করে পাসওয়ার্ড অ্যাটাকের পরিমাণ ৯৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ‘ডিজিটাল ডিফেন্স রিপোর্ট ২০২২’ সমীক্ষায় হামলার অন্যতম হাতিয়ার বলা হয়েছে মানবচালিত র‌্যানসামওয়্যারকে।

মাইক্রোসফট প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনই নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে হ্যাকিংয়ের নতুন নতুন পন্থা। ফলে পাসওয়ার্ড অ্যাটাক ঘিরে বাড়ছে জটিলতা। চলতি বছরের মে মাস পর্যন্ত যাবতীয় তথ্যে দেখা গেছে, রিমোট ম্যানেজমেন্ট ডিভাইসে এই আক্রমণ বাড়ছে। শুধুমাত্র গত মে মাসেই অ্যাটাক হয়েছে ১০ লাখ। সমীক্ষায় আরও বলা হয়, নিজের কম্পিউটিং পাওয়ারকে ব্যবহার করে হ্যাকররা ক্রিপ্টোকারেন্সির খনিতেও হাত বাড়াচ্ছে। র‌্যানসামওয়্যারের মাধ্যমে অন্তত এক তৃতীয়াংশ পাসওয়ার্ড অ্যাটাক হয়ে থাকে।

বলা হচ্ছে, র‌্যানসামওয়্যারের থেকে দূরে থাকতে সবচেয়ে বেশি কার্যকরী প্রতিকার হচ্ছে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন। এছাড়াও বারবার সিকিউরিটি প্যাচ, নেটওয়ার্কের মধ্যে সহজে বিশ্বাস করার রাস্তায় না হাঁটারও পরামর্শ দিচ্ছে সমীক্ষার পর্যবেক্ষণ। মাইক্রোসফট বলছে, এখন পর্যন্ত তারা ১০০০০ ডোমেইনস বাতিল করেছে এই সমস্যা থেকে বের হতে। যেগুলো সাইবার অপরাধীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। বলা হচ্ছে, ৬০০টি এমন ডোমেন মাইক্রোসফট পেয়েছে যেখানে দেশের থেকেই কেউ হ্যাকিংয়ের রাস্তায় হেঁটেছিল। ফলে স্বভাবতই পাসওয়ার্ড নিয়ে সতর্ক হতে বলা হচ্ছে সংস্থার তরফে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close