তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৬ অক্টোবর, ২০২২

ইমোতে চালু হলো ‘ফ্যামিলি গার্ড’ সুবিধা

সাইবার হামলা ও অনলাইন প্রতারণা থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে ‘ফ্যামিলি গার্ড’ সুবিধা চালু করেছে ইমো। এর ফলে সন্তানের অ্যাকাউন্টে অন্য কোনো ব্যক্তি লগইন, মুঠোফোন নম্বর পরিবর্তন ও অপরিচিত কোনো স্থান থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার চেষ্টা করলে অভিভাবকদের অ্যাকাউন্টে সতর্কবার্তা পাঠাবে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমো জানিয়েছে, সতর্কবার্তা পাওয়ার পরপরই অভিভাবকেরা ‘রিমাইন্ড ফ্রেন্ড’ বাটনে ক্লিক করে সন্তানকে সাইবার হামলা ও অনলাইন প্রতারণার বিষয়ে সতর্ক করতে পারবেন। ফলে তারা দ্রুত অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।

ব্যবহারকারীদের নিরাপত্তায় শিগগিরই ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজ’ সুবিধাও চালু করতে যাচ্ছে ইমো। এ সুবিধা চালু হলে বন্ধু বা পরিচিত ব্যক্তিদের কাছে পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। তবে ব্যবহারকারীরা চাইলে বার্তা মুছে ফেলার সময় আগে থেকে নির্ধারণ করতে পারবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close