তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ০৩ আগস্ট, ২০২২

হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার করা যাবে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত হওয়ায় ব্যবহারকারীরাও আকৃষ্ট হচ্ছেন সাইটটি ব্যবহারে। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারে প্রায়ই কয়েকটি অসুবিধায় পড়েন ব্যবহারকারীরা।

যদি কখনো ফোন পরিবর্তন করতে যান তাহলে পুরোনো চ্যাট আর খুঁজে পাওয়া যায় না। এ সমস্যায় হোয়াটসঅ্যাপ এনেছে বেশ কয়েকটি সমাধান। এখন চাইলে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করতে পারবেন। আবার চাইলে একটি থেকে অন্যটিতে চ্যাট ট্রান্সফারও করতে পারবেন। খুব সহজে অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড এবং অ্যান্ড্রয়েড থকে আইফোনে চ্যাট ট্রান্সফার করা যাবে।

চলুন অ্যান্ড্রয়েড থকে আইফোনে চ্যাট ট্রান্সফার করার সহজ উপায় জেনে নেওয়া যাক-

* এজন্য প্রথমেই অ্যান্ড্রয়েড ফোনে থাকা ‘মুভ টু আইওএস’ অ্যাপ ওপেন করুন।

* সেখানে একটি কোড দেখা যাবে সেটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে দিন।

* এরপর ‘কনটিনিউ’ অপশন বেছে নিন।

* সেখান থেকে নির্বাচন করুন হোয়াটসঅ্যাপ ট্রান্সফার ডাটা স্ক্রিন।

* এরপর স্টার্ট করে অপেক্ষা করুন ডেটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত। এরপরই অ্যাপটি থেকে আপনাকে সাইন আউট করে দেবে।

* এরপর ‘নেক্সট’ অপশনে ক্লিক করুন। সেখান থেকে ‘কনটিনিউ’ অপশন ক্লিক করে অপেক্ষা করুন ডেটা ট্রান্সফারের জন্য।

* আইফোনে ডাউনলোড করুন হোয়াটসঅ্যাপ অ্যাপ।

* অ্যান্ড্রয়েড ফোনে যে নম্বর দিয়ে অ্যাপটি ব্যবহার করতেন, সেই নম্বর দিয়ে লগইন করুন।

* এরপরই আইফোনে চলে যাবে পুরোনো সব চ্যাট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close