তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ২৬ জুন, ২০২২

কম আলোতেও উজ্জ্বল ছবি তুলবে ‘ক্যামন ১৯ নিও’

রাতে বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে ছবি তোলার সময় আলো কম থাকলে ভালো মানের ছবি ওঠানো যায় না। এই সমস্যার সমাধান দেবে ‘টেকনো ক্যামন ১৯ নিও’। স্মার্টফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের ব্রাইট-নাইট পোর্ট্রেট ফটোগ্রাফি প্রযুক্তির ক্যামেরা থাকায় কম আলোতেও উজ্জ্বল ছবি তোলা যায়। সামনে দুটি ফ্ল্যাশ ব্যবহারের পাশাপাশি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকায় অন্ধকারেও ভালো মানের সেলফি তোলার সুযোগ মিলবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৪ জুন স্মার্টফোনটি উন্মোচন করা হয়। বৈশ্বিক উন্মোচনের এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে স্মার্টফোনটি বাজারজাত শুরু করেছে টেকনো। ৬ দশমিক ৮ ইঞ্চি এফএইচডি+ ডিসপ্লে সুবিধার স্মার্টফোনটিতে স্বয়ংক্রিয় আলো কমবেশি হওয়ায় সহজে ভালো মানের ভিডিও ধারণ করা যায়।

মিডিয়াটেক হেলিও জি-৮৫ চিপসেট সুবিধার স্মার্টফোনটিতে ১৮ ওয়াট ফ্ল্যাশ চার্জ সুবিধার পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ফলে স্মার্টফোনের চার্জ ফুরিয়ে যাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। ১৮ হাজার ৪৯০ টাকায় কেনা যাবে স্মার্টফোনটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close