তথ্যপ্রযুক্তি ডেস্ক

  ১৯ অক্টোবর, ২০২১

সমস্যার খবর মিলবে ইনস্টাগ্রামে

নতুন ফিচারে সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপ থেকেই বিভ্রাট ও কারিগরি সমস্যা সম্পর্কে জানতে পারবেন ব্যবহারকারীরা। বর্তমানে ফিচারটি পরীক্ষা করে দেখার খবরও জানিয়েছে ফটো শেয়ারিং অ্যাপটি। সম্প্রতি পরপর দুটি বিভ্রাট পার করেছে ইনস্টাগ্রাম। প্রথম বিভ্রাটে ছয় ঘণ্টা আর দ্বিতীয় বিভ্রাটে দুই ঘণ্টার জন্য অফলাইনে থাকতে হয়েছে অ্যাপটিকে। দুটি বিভ্রাটের জন্যই ‘কনফিগারেশন ত্রুটি’ দায়ী বলে জানিয়েছে মালিক প্রতিষ্ঠান ফেসবুক।

নতুন ফিচারের পরীক্ষা যুক্তরাষ্ট্রে শুরু হয়ে কয়েক মাস ধরে চলবে বলে এক ব্লগ পোস্টে উল্লেখ করেছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীর অ্যাকাউন্ট ‘ডিজএবল’ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কি না তা সহজে জানিয়ে দেবে- এমন ফিচার আনার পরিকল্পনাও রয়েছে ফটো শেয়ারিং সেবাটির। পরপর দুবার বিভ্রাটের কবলে পড়ায় ইনস্টাগ্রামকে এক হাত নিতে ছাড়েননি নেটিজেনরা। টুইটারে এ নিয়ে শেয়ার হয়েছে অনেক, অনেকে আবার কৌতুক করে লিখেছেন নানা কথা। সবমিলিয়ে বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না ফেসবুকের। সাবেক ফেসবুক কর্মী ও তথ্য ফাঁসকারী ফ্রান্সেস হাউগেন অভিযোগ তুলেছেন, প্রতিষ্ঠানটি বিদ্বেষমূলক বক্তব্য ও ভুল তথ্য ঠেকানোর চেয়ে মুনাফাকে প্রাধান্য দেয় এবং সামাজিক মাধ্যমটি গণতন্ত্রের জন্য হুমকি। এরই মধ্যে সিনেট কমিটির সামনে সাক্ষ্য দিয়েছেন হাউগেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close